সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিন রিয়াদ, মক্কা, মদিনা, জেদ্দা, দাম্মামসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সৌদি সিভিল ডিফেন্স বিভাগ জনগণকে সতর্ক থাকতে বলেছে এবং নিম্নাঞ্চল ও পাহাড়ি এলাকায় বসবাসকারীদের হঠাৎ বন্যা ও ভূমিধসের ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

এছাড়া, যানবাহন চালকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে এবং জরুরি প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সৌদিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থেকে প্রয়োজনীয় সাবধানতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।