“আগুনে জুতার কারখানার সব কাঁচামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশে আগুন ছড়ায়নি।”

নিজস্ব প্রতিবেদক:দৈনিক সবুজ বাংলা

ঢাকার শ্যামপুরে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে।

শ্যামপুর বিসিকের ৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটে মজুমদার ট্রেডার্স নামে ওই কারখানায় মঙ্গলবার ভোর ৫ টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আট মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় জানিয়ে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, “পরে একে একে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, “এটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা। আশপাশে সুতার কারখানাসহ বেশ কয়েকটি কারখানা রয়েছে।”

“আগুনে জুতার কারখানার সব কাঁচামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশে আগুন ছড়ায়নি। আমরা আশপাশের ভবনে থাকা কারখানাগুলো রক্ষা করতে পেরেছি।”

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।